সিলেটে দুই মাসের শিশুকে গলাকেটে হত্যা, অর্ধেক গলাকাটা অবস্থায় বাবা হাসপাতালে

সিলেট নগরীতে দুই মাস বয়সী এক শিশুকে গলাকেটে হত্যা করা হয়েছে। এসময় শিশুটির বাবা অর্ধেক গলাকাটা অবস্থায় পড়ে ছিলেন। বুধবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম ইনায়া রহমান। সে ইসলামপুর এলাকার সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের মেয়ে। আহত অবস্থায় আতিকুর রহমান বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, ইসলামপুর এলাকার আনসার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন আতিকুর রহমান। দুপুরে খাবার খেয়ে স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন তিনি। বিকেল ৫টার দিকে হঠাৎ ঘর থেকে চিৎকার শোনা গেলে প্রতিবেশীরা দৌঁড়ে গিয়ে দেখেন, শিশু ইনায়া গলাকাটা অবস্থায় নিথর পড়ে আছে এবং তার বাবাও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন।

তাৎক্ষণিকভাবে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক শিশু ইনায়াকে মৃত ঘোষণা করেন। আহত আতিকুর রহমানকে জরুরি অস্ত্রোপচারের পর হাসপাতালের অপারেশন থিয়েটারে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০টা) তার জ্ঞান ফেরেনি।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে পারিবারিক কলহ থেকেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।”

এ জাতীয় আরো সংবাদ

একটাই দাবি, এই মুহূর্তে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ চাই: মির্জা আলমগীর

নূর নিউজ

বগুড়ায় মাদ্রাসার সহকারী শিক্ষকের ফাঁস দেয়া মরদেহ উদ্ধার

নূর নিউজ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ঢাকায় আসছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আন্ডার সেক্রেটারি

নূর নিউজ