সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে ইসলামী ছাত্র আন্দোলন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের পাশে দাঁড়িয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

আহতদের প্রাথমিক চিকিৎসা ও জরুরী সেবা দিতে সংগঠনটির নেতাকর্মীরা চট্টগ্রাম মেডিকেল কলেজসহ পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে অবস্থান করছেন।

এ তথ্য জানিয়েছেন দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নূরুল বাশার আজিজী।

তিনি বলেছেন, ‘প্রাথমিক চিকিৎসা ও জরুরী সেবা দিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে অবস্থান করছেন। সেচ্ছাসেবকরা নিরবিচ্ছিন্নভাবে আহতদের সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন খেদমত ফান্ডেশনের অ্যাম্বুলেন্স ফ্রিতে আহতদের সেবা দিচ্ছে।

সবাইকে নিজের সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

স্বেচ্ছাসেবক টিমের নেতৃত্ব দিচ্ছেন পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ ইমামুল ইসলাম চৌধুরী।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ২ শতাধিক আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেলসহ আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

জমিয়তের সম্পাদকমণ্ডলীর বৈঠক শনিবার

আনসারুল হক

ইসলামোফোবিয়ার বিরুদ্ধে ওআইসিভুক্ত দেশগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান

আনসারুল হক

উদ্যোক্তাদের ঋণ দেওয়া হয় না অথচ হাজার কোটি টাকা লুট হয়েছে

Sufian Farabee