সুনামগঞ্জের মুশতাক গাজীনগরীর হত্যার বিচার চায় হেফাজতে ইসলাম

সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সুনামগঞ্জ জেলা হেফাজতের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নির্মম ও রহস্যজনক হত্যাকাণ্ডে হেফাজতে ইসলাম বাংলাদেশ গভীর শোক ও তীব্র প্রতিবাদ জানিয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এই গভীর শোক ও প্রতিবাদ জানান।

তিনি বিবৃতিতে বলেন, একজন সম্মানিত আলেম ও জাতীয় পর্যায়ের দায়িত্বশীলকে প্রকাশ্যে গুম করে, পরে লাশ নদীতে ফেলে দেওয়া।এ ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং আলেম সমাজের প্রতি পরিকল্পিত ষড়যন্ত্র ও নিরাপত্তাহীনতার উদ্বেগজনক চিত্র।

হেফাজত মহাসচিব আরো বলেন, দেশে যদি আলেম-ওলামা, শান্তিকামী নাগরিক এবং রাজনৈতিকভাবে সক্রিয় মানুষজন নিরাপদ না থাকেন, তাহলে রাষ্ট্রের স্থিতিশীলতা ও শান্তি-শৃঙ্খলা মুখ থুবড়ে পড়বে।

তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মাওলানা মুশতাক গাজীনগরীর হত্যাকারীদের দ্রুত চিহ্নিত ও গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এ জাতীয় আরো সংবাদ

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে আল্লামা সুলাইমান নোমানীর শোক

আনসারুল হক

‘রাষ্ট্র পরিচালনায় খোদাভীরু নেতা নিযুক্ত হলে দেশ কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে’

আনসারুল হক

ঈদের দিন কি বৃষ্টি হবে?

নূর নিউজ