সুনামগঞ্জে জমিয়ত নেতা হত্যার প্রতিবাদে উত্তরায় বিক্ষোভ মিছিল 

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মোশতাক আহমদ গাজিনগরী গত দুইদিন যাবত নিখোঁজ থাকার পর আজ সকালে দিরাই উপজেলার শরিফপুরের সুরমা নদীতে তার ভাসমান লাশ পাওয়া গিয়েছে।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্মমভাবে এই নেতাকে হত্যার প্রতিবাদে জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমীর নেতৃত্বে রাজধানীর উত্তরা জোন জমিয়তের উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে খুন, গুম আর আয়নাঘরের অপ-রাজনীতি আমরা দেখতে চাইনা। এই সময়ে এসেও খুন, গুমের ঘটনা রাষ্ট্রের ব্যর্থতারই জানান দেয়।

আমরা অনতিবিলম্বে মাওলানা মোশতাক গাজিনগরী হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার চাই।

এতে আরো উপস্থিত ছিলেন, জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় সদস্য সাইজ বিন জামাল প্রমুখ ।

এ জাতীয় আরো সংবাদ

তজুমদ্দিনে ইসলামী আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের ওয়ার্ড কমিটি গঠন 

নূর নিউজ

খালেদা জিয়া চরম সঙ্কটময় মুহূর্ত পার করছেন : রিজভী

নূর নিউজ

জ্বালানী তেলের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অতীতে দেশবাসী আর দেখেনি

নূর নিউজ