সুনামগঞ্জ-৪ আসনে মাওলানা নাজমুল হাসানকে দলীয় প্রার্থী চায় উপজেলা জমিয়ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে মাওলানা নাজমুল হাসানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সুনামগঞ্জ সদর উপজেলা শাখা।

সোমবার (৩০ জুন) সুনামগঞ্জ জেলা মডেল মসজিদের হল রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় নেতাকর্মীরা সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

উপজেলা জমিয়ত, শ্রমিক জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াহহাব এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক নবীন-প্রবীণ নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনায় অংশগ্রহণকারী অধিকাংশ নেতাকর্মী জনপ্রিয় ও পরিচিত মুখ মাওলানা নাজমুল হাসানের নাম প্রস্তাব করেন।

মাওলানা নাজমুল হাসান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করলেও তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত একজন ইসলামিক স্কলার, তরুণ সমাজসেবক ও মিডিয়া ব্যক্তিত্ব। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সাংগঠনিক সম্পাদক, লন্ডন মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক এবং টাওয়ার হ্যামলেটস জমিয়তের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

তাঁর পিতা শায়খুল হাদীস আল্লামা আব্দুর রহীম উলুতুলী (রাহ.) ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাবেক সফল সাধারণ সম্পাদক।

নেতাকর্মীরা বলেন, “সুনামগঞ্জ-৪ আসন মাওলানা নাজমুল হাসানের জন্মভূমি। তিনি দেশের মাটি ও মানুষের প্রতি অগাধ ভালোবাসা পোষণ করেন। যুক্তরাজ্যে থাকলেও হৃদয়ে ধারণ করেন দেশের খেটে খাওয়া মানুষের ব্যথা-বেদনা। এ আসনে জয়ী হতে হলে পরীক্ষিত, পরিচিত ও তৃণমূলের আস্থাভাজন নেতার বিকল্প নেই।”

সভায় মাওলানা শায়খ আব্দুল বছীর (জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি) এবং মাওলানা মুখলিসুর রহমান চৌধুরী (ইউরোপ জমিয়তের প্রচার সম্পাদক)-এর নামও আলোচনায় আসে, তবে সবার সম্মতিক্রমে মাওলানা নাজমুল হাসানের পক্ষেই সমর্থন জানান নেতৃবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ

রমজানে একসাথে পুরো মাসের বাজার করবেন না

নূর নিউজ

‘এমপিরা ব্যাক্কলের মতো ঘোরে’

নূর নিউজ

বিনিয়োগ আনতে সৌদি গেছেন সালমান এফ রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি দল!

নূর নিউজ