সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

নূর নিউজ: করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন চলবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সব সরকারি-বেসরকারি অফিস। চলাচল বন্ধ থাকবে জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন।

জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। গণমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে।

আজ শুক্রবার রাতে এসব তথ্য জানান প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার। তিনি এও জানান, এ বিষয়ে আরও বিস্তারিত আদেশ আগামীকাল শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

এ জাতীয় আরো সংবাদ

নতুন করে করোনায় মৃত্যুর রেকর্ড

নূর নিউজ

মধ্যরাত থেকে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

আনসারুল হক

হজ সফল হওয়ায় ওমরার অনুমতি দেওয়ার বিষয়ে ভাবছে সৌদি

আনসারুল হক