সৌদির রাজধানী রিয়াদে ড্রোন হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে হামলা চালিয়েছে হাউথি বিদ্রোহী গোষ্ঠি সমর্থিত ইয়েমেনের সামরিক বাহিনী।

বৃহস্পতিবার( ১ এপ্রিল) ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ (বৃহস্পতিবার) তার টুইটার পেজে লিখেছেন, “আমাদের ড্রোন ফোর্স রিয়াদের চারটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে হামলা চালিয়েছে এবং ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে।”

তিনি বলেন, সৌদি আগ্রাসনের মোকাবেলায় এ ধরণের পাল্টা আঘাত ইয়েমেনের ন্যায্য অধিকার। যতদিন পর্যন্ত ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন ও অবরোধ অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত ইয়েমেন থেকে পাল্টা আঘাত চলবে।

তবে এই হামলা সম্পর্কে সৌদি সরকার বা সৌদি গণমাধ্যমের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ইয়েমেনে ২০১৫ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া সৌদি আগ্রাসন এখনও চলছে। এতে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আঞ্চলিক দেশ ও যুক্তরাষ্ট্র।

সূত্রঃ পার্সটুডে

এ জাতীয় আরো সংবাদ

গাজায় হত্যাযজ্ঞের মধ্যেই ইসরাইলি মন্ত্রীকে আতিথ্য দিলো আরব আমিরাত!

আনসারুল হক

ইন্টারনেট ছাড়াই ব্যবহারযোগ্য ‘নুসুক অ্যাপ’: হজ ও-ওমরাহ যাত্রায় প্রযুক্তিগত বিপ্লব

আনসারুল হক

আফগানিস্তানকে জাতিসংঘর অন্তর্ভুক্ত করতে বিশ্বনেতাদের আহ্বান

আনসারুল হক