সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি ড. শায়খ সালেহ বিন হুমাইদ

সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পদ ‘গ্র্যান্ড মুফতি’ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. শায়খ সালেহ বিন হুমাইদ। তিনি পূর্ববর্তী গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের স্থলাভিষিক্ত হলেন।

২৩ সেপ্টেম্বর ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ মৃত্যুবরণ করেন। তিনি প্রখ্যাত আলেম ও সৌদি আরবের প্রাক্তন গ্র্যান্ড মুফতি শায়খ মুহাম্মদ বিন ইব্রাহিম আলে শায়খের শিষ্য ছিলেন।

গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ লাভের পূর্বে শায়খ সালেহ বিন হুমাইদ পবিত্র মসজিদুল হারামের একজন সিনিয়র ও সম্মানিত ইমাম এবং খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮২ সাল থেকে তিনি এ পদে আছেন। দ্বিতীয়ত, তিনি মসজিদুল হারাম ও মসজিদে নববির ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী ‘প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স’পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন।

প্রফেসর ড. শায়খ সালেহ বিন হুমাইদ মজলিস আশ-শুরা (সৌদি পরামর্শক পরিষদ)-এর সাবেক স্পিকার এবং আন্তর্জাতিক ইসলামি ফিকহ একাডেমির সভাপতি ছিলেন।

ধর্মীয় আইনশাস্ত্রে তাঁর গভীর পাণ্ডিত্য, প্রশাসনিক দক্ষতা, চার দশকের বেশি সময় ধরে মানুষের আস্থা অর্জন এবং এ বছর হজের খুতবা প্রদানের সাম্প্রতিক সফল অভিজ্ঞতা—এই সকল বিষয়ই তাঁকে এই উচ্চ পদটির জন্য সবচেয়ে যোগ্য ও যুক্তিসঙ্গত প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এ জাতীয় আরো সংবাদ

ইসরাইলিদের সামনে দু’টি পথ খোলা— মরো অথবা পালাও : ইরান

আনসারুল হক

তালেবানের অনুরোধের চুড়ান্ত সিদ্ধান্ত নেই নি

নূর নিউজ

গ্রিনল্যান্ড অবশ্যই যুক্তরাষ্ট্রের কাছে থাকা উচিত : ট্রাম্প

আনসারুল হক