সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

সৌদী আরব প্রতিনিধি: করোনাভাইরাসের কারণে সৌদি আরবের পবিত্রভূমি মক্কায় মসজিদুল হারাম ও স্থানীয় মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে বিপুল উৎসাহ-উদ্দীপনায় ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হলো মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

ফজরের নামাজের পরপরই ঈদের জামাতে অংশ নিতে পবিত্র মসজিদুল হারাম ও স্থানীয় মসজিদগুলোতে জড়ো হন সৌদি নাগরিক, প্রবাসী বাংলাদেশিসহ সকল দেশের ধর্মপ্রাণ মুসল্লীরা। সব ভেদাভেদ ভুলে পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এক কাতারে সামিল হয়ে ঈদের নামাজ আদায় করেন।

মক্কার স্থানীয় সময় সকাল ৫.৫৮ মিনিটে মক্কায় পবিত্র মসজিদুল হারামে কঠোর নিরাপত্তায় ঈদের প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন শেখ ইমাম সালে বিন হোমাইদ। ঈদের নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার সুখ -সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মসজিদুল হারামে ঈদের নামাজে ইমামতি করেন শেখ ইমাম সালে বিন হোমাইদ

এ জাতীয় আরো সংবাদ

ওমরাহ পালনে মেনিনজাইটিস টিকা নেওয়ার বাধ্যবাধকতা বাতিল

Sufian Farabee

১৫ দিনে প্রায় ১০১ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

নূর নিউজ

দেশবাসীর প্রতি পীর সাহেব চরমোনাইয়ের ঈদ শুভেচ্ছা বার্তা

নূর নিউজ