সৌদি কনফারেন্সে কওমি মাদরাসার প্রতিনিধিত্ব করায় আল্লামা মাহমুদুল হাসানকে বেফাকের শুভেচ্ছা

পবিত্র মক্কা নগরীতে সদ্য অনুষ্ঠিত ‘যোগাযোগ ও সংহতি’ শীর্ষক ইসলামি কনফারেন্সে অংশগ্রহণ এবং কওমি মাদারিসের প্রতিনিধিত্ব করায় বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি ও আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানকে শুভেচ্ছা জানিয়েছে বেফাক নেতৃবৃন্দ।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ আগস্ট (শনিবার)বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কার্যালয়ে মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় মজলিসে খাসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মজলিসে খাসের বৈঠকে সৌদি আরবসহ মুসলিম বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও কওমি সনদের সমমান ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় যোগাযোগের ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা সাজিদুর রহমান, মুফতী মনসুরুল হক, মুফতী জাফর আহমাদ, মুফতী ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা আনাস মাদানী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মুনিরুজ্জামান, মাওলানা নেয়ামতুল্লাহ ফরিদী।

এ জাতীয় আরো সংবাদ

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নূর নিউজ

তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মানিকগঞ্জ জেলা কমিটি গঠন

নূর নিউজ

সমুদ্রবন্দরগুলোতে জেটি নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নূর নিউজ