বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার নবনির্বাচিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে স্বাধীনতার যে নতুন আবহ সৃষ্টি হয়েছে তার পূর্ণতা আনতে স্বদেশের বুকে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করার বিকল্প নেই। তাই ঈমানদীপ্ত চেতনায়, একনিষ্ঠ কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের মধ্যদিয়ে ইসলামী রাষ্ট্র বিনির্মাণের মিশন তরান্বিত করতে হবে ।
তিনি সংগঠনের রামু উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি অনুষ্ঠান ও প্রথম মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির এ কথা বলেন।
বৃহস্পতিবার (৩১জুলাই), বিকেল ৪ টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, জেলা নায়েবে আমীর ও রামু উপজেলা আমীর মাওলানা হাফেজ আবদুর রহিম রাহী। তিনি বলেন, বৃটিশ- উপনিবেশবাদের চক্রান্ত থেকে ইসলাম, দেশ ও জাতিকে হেফাজত করার লক্ষ্যে আমাদের আকাবির-আসলাফের দূরদর্শিতাপূর্ণ বহু কীর্তি ও অবদান রয়েছে। নেজামে ইসলাম পার্টি আকাবিরীনের তেমনই এক সমুজ্জ্বল কিরদার। প্রতিষ্ঠাকাল থেকে এখনো মোবারক এ কাফেলা ইসলাম, দেশ ও জাতির অতন্দ্র প্রহরী হিসেবে অগ্রণী ভূমিকায় তৎপর রয়েছে৷ এ ধারা বজায় রাখতে নেতা-কর্মীদের ইখলাসের সাথে নিরলসভাবে কাজ করতে হবে।
উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ আবরারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান বক্তা ছিলেন, জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। তিনি নিয়মিত দাওয়াতী তৎপরতা, মাসিক সভা ও মাসিক এয়ানতের ব্যাপারে যত্নশীলতার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতায় জোর দেন।
দায়িত্বশীলদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা হাফেজ আজিজুল হক মক্কী, মাওলানা আহমদুর রহমান, যুগ্ম সম্পাদক হাফেজ আবু বকর ছিদ্দিক, মাওলানা জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহাব, অর্থ সম্পাদক মাওলানা আতাউল্লাহ, দফতর সম্পাদক মাওলানা হাফেজ মিজানুর রহমান, সহ-দফতর সম্পাদক মাওলানা হাফেজ সেলিম উল্লাহ, কৃষিবিষয়ক সম্পাদক মাওলানা আজিজুল হক, নির্বাহী সদস্য মাওলানা আব্বাস উদ্দিন রব্বানী প্রমুখ।