স্বাধীনতার বার্তার সম্পাদক হলেন ছড়াশিল্পী মাসউদুল কাদির

তরুণ প্রজন্মের অনলাইন কাগজ স্বাধীনতার বার্তার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ছড়াকার ও কথাসাহিত্যিক মাসউদুল কাদির।

আজ ১২ অক্টোবর ২০২৫ রোববার দুপুরে রাজধানীর মালিবাগে স্বাধীনতার বার্তা স্টুডিওতে পত্রিকার প্রকাশক মাওলানা মুহিব্বুর রহমান সদ্য দায়িত্বপ্রাপ্ত ছড়াকার ও কথাসাহিত্যিক মাসউদুল কাদির এর হাতে Appointment letter (নিয়োগপত্র) তুলে দেন।

পত্রিকার সহযোগী সম্পাদক মোবাশ্বির হাসান সাকফি, সহকারী সম্পাদক আহমাদ সিরাজীসহ অন্যান্য দায়িত্বশীলগণ নতুন সম্পাদককে ফুল দিয়ে স্বাগত জানান।

স্বাধীনতার বার্তার প্রকাশক মাওলানা মুহিব্বুর রহমান বলেন, আমরা মানুষের হয়ে কাজ করতে চাই। বিশ্বের নিপীড়িত মানুষের গল্প তুলে ধরতে চাই। প্রজন্মের কবি ও আলেম মাসউদুল কাদির স্বাধীনতার বার্তার মাধ্যমে দেশের জন্য, নৈতিক আদর্শ সমাজ বিনির্মাণের লড়াই অব্যাহত রাখবেন-এ প্রত্যাশা আমাদের।

স্বাধীনতার বার্তার নতুন দায়িত্ব পেয়ে সাংবাদিক ও কবি মাসউদুল কাদির বলেন, রাষ্ট্রকে পরিচ্ছন্ন করবার জন্য, দেশের সর্বোত কল্যাণের জন্যই গণমাধ্যমের বাস্তবতা অপরিহার্য। দেশের আলেম সমাজকেও এ বাস্তবতা বুঝতে হবে। পজেটিভ সাংবাদিকতার ভিত মজবুত করতে চাই আমরা। তরুণ প্রজন্মকে বলবো, এসো নিজেকে গড়ি, সমাজকে সাজাই, বিশ্বকে সুপথে ফেরাবার চেষ্টা করি। সমাজের ভালোটুকু ছড়িয়ে দিয়ে ইতিবাচক বিশ্ব গড়ে তুলি।

প্রসঙ্গত, সাংবাদিক মাসউদুল কাদির এর আগে দৈনিক আমার বার্তার সহকারী সম্পাদক ছিলেন। দায়িত্ব পালন করেছেন, ইমাম বাতায়ন এর সম্পাদকীয় বোর্ডের সদস্য হিসেবে, এছাড়া তিনি আজ২৪ডটকম, আজকের নতুন খবর, দৈনিক প্রভাত, সাপ্তাহিক জাগো প্রহরীতে যুক্ত ছিলেন। বাংলাদেশ টেলিভিশনে জীবন ও পাথেয় নামে একটি অনুষ্ঠান পরিচালনা করেছেন। টেলিভিশন উপস্থাপনায় যুক্ত ছিলেন দীর্ঘ দিন। লেখালেখি করছেন দেশের শীর্ষ সব পত্রিকায়।

সাংবাদিক মাসউদুল কাদির রচিত গ্রন্থের সংখ্যা ২৬টি। তার লেখালেখির বিষয় : ছড়া, কবিতা, গল্প, থ্রিলার, উপন্যাসসহ সৃজনশীল লেখালেখি। বেশকিছূ গবেষণা কাজের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। নতুন প্রজন্মকে সাহিত্য-সাংবাদিকতায় অগ্রসর করার জন্য তৈরি করেছেন শীলন বাংলাদেশ নামে একটি সংগঠন। দেশের সাড়া জাগানো লেখকদের প্ল্যাটফর্ম বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম প্রতিষ্ঠাতাদের একজন তিনি। বর্তমানে ফোরামের অভিভাবক পরিষদ এর দায়িত্ব পালন করছেন তিনি।

সাহিত্য-সাংবাদিকতা ও লেখালেখির জন্য বেশকিছু পুরস্কারও পেয়েছেন সাংবাদকি মাসউদুল কাদির। বিশ্বকল্যাণ সম্মাননা স্মারক ২০২৪, আলী আশরাফ রহ. সম্মাননা পদক, সাব এডিটর লেখক সম্মাননা, ইসলামী লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা, যাদুরচর মাদরাসা লেখক সম্মাননা লাভ করেছেন তিনি।

সাংবাদিক মাসউদুল কাদির লেখালেখির সঙ্গে যুক্ত আছেন প্রায় দুই যুগ ধরে। সাংবাদিকতার উপর রাজধানীর এমআরটি ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকে উচ্চতর কোর্স সম্পন্ন করে সনদ লাভ করেছেন।

এ জাতীয় আরো সংবাদ

চট্টগ্রামের প্রখ্যাত আলেম মুফতি আহমাদুল্লাহ রহ.-এর ইন্তেকালে গভীর শোক

আনসারুল হক

রামুতে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র সমাজ

নূর নিউজ

ডাল-ভাত খেতে ভালো লাগে: হাটহাজারীতে বললেন সালাহউদ্দিন

আনসারুল হক