সড়ক দুর্ঘটনায় আহত মালিবাগ জামিয়ার শাইখুল হাদিস মাওলানা আবু সাবের আব্দুল্লাহ

রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া শারইয়্যা মালিবাগ মাদরাসার শাইখুল হাদিস মাওলানা আবু সাবের আব্দুল্লাহ (৬০) সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

আজ বুধবার (১৭মে) সকাল সাড়ে ৭টার দিকে তিনি রাজধানীর ভাটারার সাঈদনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়।

মাওলানা আবু সাবের আব্দুল্লাহ’র ছেলে মাওলানা মাহমুদ হাসান মাসরুর জানান, আব্বু ভাটারার সাঈদনগরে রিকশায় ছিলেন। পেছন থেকে একটি পিকাপ এসে রিকশায় ধাক্কা দিলে তিনি আহত হন। এখন তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। অবস্থা আলহামদুলিল্লাহ ভালোর দিকে। সবার কাছে আব্বুর সুস্থতার জন্য দোয়া চাই।

এ জাতীয় আরো সংবাদ

২০২১ সালে মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ

নূর নিউজ

নারী কমিশনের প্রস্তাব পতিত স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়নের দলিল: মহিলা ফোরাম

আনসারুল হক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ বৃহস্পতিবার

আনসারুল হক