হজযাত্রীদের বিমানভাড়া ৫০ হাজার টাকা কমানোর দাবি

হজযাত্রীদের বিমানভাড়া ৫০ হাজার টাকা কমানোর দাবি জানালো তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশ।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশ-এর সভাপতি মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী এক বিবৃতিতে দেশের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে হজযাত্রীদের বিমানভাড়া ৫০ হাজার টাকা কমানোর দাবি জানিয়ে বলেন, গত বছরের তুলনায় এবার হজের খরচ প্রায় দেড় লাখ টাকা বৃদ্ধি করায় হজযাত্রীদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে তিনি আরো বলেন, চলতি বছর হজের বিমানভাড়া ও অন্যান্য খরচাদি বৃদ্ধি পাওয়ায় অনেকেই হজে যাওয়ার ব্যাপারে হতাশা প্রকাশ করছেন।

মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী হজযাত্রীদের সুবিধার্থে বিমানভাড়া ৫০ হাজার টাকা কমানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এ জাতীয় আরো সংবাদ

নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

আনসারুল হক

বিএনপির চক্রান্ত শেষ হয়নি, নির্বাচন বাতিলের চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

নূর নিউজ

স্টেক হোল্ডারদের নিয়ে একটি জাতীয় সরকার গঠনের আহ্বান

আনসারুল হক