হাটহাজারী মাদরাসায় হামলার উস্কানিদাতা আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতারের দাবি

চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় বিদআতি সুন্নিদের হামলার ঘটনায় দায়ীদের মধ্যে অন্যতম উস্কানিদাতা হিসেবে আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতারের দাবি উঠেছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে রাজধানীর উত্তরায় এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান মুফতি নেয়ামতুল্লাহ আমিন। তিনি বলেন, “বিদআতি বক্তা আলাউদ্দিন জিহাদী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে হাটহাজারীতে হামলার জন্য তার অনুসারীদের উসকানি দেন।”

উল্লেখ্য, হামলার আগেই আলাউদ্দিন জিহাদী ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, ‘চট্টগ্রামে হাটহাজারীতে জুলুসের গাড়ি বহরে জঙ্গি বাহিনী হামলা করেছে। আশেপাশে সকল সুন্নিরা হাটহাজারী বাসস্ট্যান্ডে যান। সুন্নিয়তের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।’

এর প্রেক্ষিতেই হাটহাজারীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে অভিযোগ করেছেন আলেমরা। তারা দ্রুত আলাউদ্দিন জিহাদীর গ্রেফতার দাবি করেছেন।

এ জাতীয় আরো সংবাদ

সন্ত্রাসীর ছুরিকাঘাতে গুরুতর আহত মুফতী আমিনীর জামাতা মাওলানা জসিম উদ্দীন

আনসারুল হক

ব্রিটেনে মা-বাবাকে হত্যার দা‌য়ে শিখ তরুণের যাবজ্জীবন

আনসারুল হক

সংস্কারের পক্ষে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে : মুফিত ফয়জুল করীম

আনসারুল হক