হাটহাজারী মাদরাসায় হামলা ঈমান ও চেতনার ওপর সরাসরি আঘাত: ইসলামী ঐক্যজোট

চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল কাদের ও মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী।

আজ রোববার বিকেলে এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, হাটহাজারী মাদরাসা দেশের প্রাচীনতম ও বৃহত্তম দ্বীনি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর হামলা নয়; বরং মুসলিম জাতির আত্মপরিচয় ও ঈমানি চেতনার ওপর সরাসরি আঘাত। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলেন, হাটহাজারী মাদরাসা শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং ইসলামী শিক্ষা, ঐতিহ্য ও আন্দোলনের কেন্দ্র। এই মাদ্রাসায় হামলা করে ফ্যাসিবাদের দোসর মাজার পুজারী চক্র পুরো দেশের মুসলমানদের ঈমানি আবেগকে আহত করেছে। এই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিণতি ডেকে আনবে।”

সরকারের প্রতি দাবি জানিয়ে নেতৃদ্বয় বলেন,ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ধর্মীয় প্রতিষ্ঠানে এই ধরনের সন্ত্রাসী হামলা বরদাশত করা হবে না। হামলাকারী ও উসকানিদাতাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আহত মাদরাসা ছাত্রদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি তদন্ত করে দায়ী সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে কথিত জুলুস বা মাজারকেন্দ্রিক গাড়িবহরে যেন মাদরাসা এলাকায় প্রবেশ না করতে পারে—এ বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মাওলানা আবদুল কাদের ও মুফতী সাখাওয়াত হোসাইন রাজী আহত ছাত্রদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে সমাজের সর্বস্তরের জনসাধারণকে হাটহাজারী মাদরাসাসহ সকল দ্বীনি প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল থেকে অরাজকতা ও বিভেদ সৃষ্টিকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং সমাজে শান্তি-সৌহার্দ্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ

‘ভারতে বিতর্কিত ওয়াকফ বিল ও মুসলিম নির্যাতনের বিরুদ্ধে গণমিছিল ২৬ এপ্রিল’

আনসারুল হক

লেখাপড়ার জন্য শিক্ষার্থীদের চাপ দিতে নিষেধ প্রধানমন্ত্রীর

নূর নিউজ

মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের জানাজায় মুসল্লিদের ঢল

আলাউদ্দিন