হাতিয়ার বন্যার্তদের পাশে বাংলাদেশ খেলাফত যুব মজলিস

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের প্রতিনিধি দল এই মুহূর্তে নোয়াখালীর হাতিয়ার বন্যাকবলিত এলাকায় অবস্থান করছে। সংগঠনটির নোয়াখালী জেলা ও হাতিয়া থানার সদস্যদের সহযোগিতায় তারা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ব্যবস্থাপনা করে চলেছেন। এছাড়া, নিঝুম দ্বীপেও ত্রাণ বিতরণ কর্যক্রম চালাচ্ছে সংগঠনটি।

মানবিক এ কার্যক্রমে সাড়া দিয়ে দেশ-বিদেশের দানশীল মানুষদের অংশগ্রহণ বাড়ছে। সংগঠনের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানানো হয়েছে—এই মহতী কাজে অর্থ সহায়তা দিয়ে শরিক হতে।

বিজ্ঞাপন
banner
যে কোনো সময় সহায়তা পাঠানো যাবে নিচের নাম্বারগুলোতে:

বিকাশ / নগদ: 01714553818

রকেট: 019346168582

সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফাতীহ মুহাম্মাদ সোলাইমান জানান, “আমরা চেষ্টা করছি সরাসরি দুর্গতদের পাশে দাঁড়াতে। আপনাদের সহযোগিতাই আমাদের কাজকে আরও গতিশীল করবে ইনশাআল্লাহ।”

এ জাতীয় আরো সংবাদ

যশোর-৬ আসনে বিপুল ভোটে নৌকার প্রার্থী বিজয়ী

আনসারুল হক

১৫ আগষ্ট কওমী মাদ্রাসায় খতম ও দোয়া মাহফিল করার আহবান এদারায়ে তালিমিয়্যাহ ব্রাহ্মণবাড়িয়ার

আনসারুল হক

দফায় দফায় ভূকম্পনে সিলেটজুড়ে আতঙ্ক

আনসারুল হক