চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা কর্তৃপক্ষ কথিত নামধারী সুন্নী ও জসনে জুলুস অনুসারীদের উস্কানিমূলক আচরণ, আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবরে ইটপাটকেল নিক্ষেপ, ছাত্রদের ওপর সশস্ত্র হামলা, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।
রোববার দুপুরে মাদরাসা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহাপরিচালক মুফতি খলীল আহমদ কাসেমী।
তিনি অভিযোগ করেন, প্রতি বছরের মতো এবারও ১২ রবিউল আউয়ালে ফটিকছড়িসহ উত্তর চট্টগ্রামের জুলুসযাত্রীরা শত শত গাড়ি নিয়ে হাটহাজারী অতিক্রমকালে বিকট শব্দে গান-বাজনা, উস্কানিমূলক স্লোগান, অশ্লীল নৃত্য ও অঙ্গভঙ্গি প্রদর্শন করে। এসময় তারা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ও কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবরে ইট-পাটকেল নিক্ষেপ করে।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগেই মাদরাসা কর্তৃপক্ষ গেট বন্ধ ও পাহারার ব্যবস্থা করেছিল, যাতে কোনো শিক্ষার্থী বাইরে না যায়। তবুও জুলুসযাত্রীরা বিকট শব্দে মাইক বাজিয়ে, অশ্লীল ইশারা করে এবং এমনকি নামাজ চলাকালে মসজিদের প্রতি অবমাননাকর আচরণ প্রদর্শন করে।
মাদরাসা কর্তৃপক্ষ অভিযোগ করে, রাতের বেলায় হাটহাজারী বাজারে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যাওয়া শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে শতাধিক শিক্ষার্থী আহত হয়, যাদের মধ্যে ৩০–৩৫ জন এখনো গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দোকানপাট ভাঙচুর ও নগদ অর্থসহ মূল্যবান দ্রব্য লুটপাট করা হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মুফতি খলীল আহমদ কাসেমী বলেন, “আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একইসাথে ফটিকছড়ির আরিয়ান রায়হানসহ যারা মসজিদের প্রতি অশ্লীল ইঙ্গিত করেছে এবং সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট দিয়েছে, তাদের গ্রেফতার করতে হবে।”
তিনি প্রশাসনের ভূমিকার সমালোচনা করে বলেন, “প্রতি বছর রবিউল আউয়াল কেন্দ্রিক ঘটনায় প্রশাসনিক গাফিলতি দেখা যায়। এবারের হামলাকারীদের প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ না নেওয়াও গুরুতর অবহেলা। আমরা ঘটনার পূর্ণ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি করছি।”
সংবাদ সম্মেলনে আগামীতে হাটহাজারী মাদরাসা এলাকায় কথিত জুলুস, উরশ বা মাজার কেন্দ্রিক গাড়ি যাতে গান-বাজনা ও স্লোগান দিয়ে পরিবেশ অশান্ত করতে না পারে, সে বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়।