হিজাব পরায় বহিষ্কার ও পুলিশের দাড়ি রাখায় শাস্তি: ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ: ইসলামী ঐক্যজোট

সম্প্রতি ভিকারুননিসা নূন স্কুলে হিজাব পরিধান করায় ছাত্রীদের বহিষ্কার এবং হবিগঞ্জে দাড়ি রাখার অপরাধে তিন পুলিশ সদস্যকে শাস্তি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল কাদের এবং মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী।

আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “৫ আগস্ট স্বৈরাচার পতনের পর মানুষ যে নতুন, সাম্যভিত্তিক ও ধর্মীয় স্বাধীনতাসম্পন্ন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, তা আজও পূরণ হয়নি। বরং সাম্প্রতিক ঘটনাসমূহে ইসলামবিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটছে।”

তারা বলেন, “হিজাব পরা ও দাঁড়ি রাখা কোনো অপরাধ নয়, বরং এটি মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার। শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কর্মস্থলে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে হয়রানি ও শাস্তি প্রদানের ঘটনা উদ্বেগজনক। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

নেতৃদ্বয় আরও বলেন, ‘বর্তমানে কিছু বাম-প্রগতিশীল গোষ্ঠী ফ্যাসিবাদী চেতনা বাস্তবায়নে সক্রিয় হয়েছে। তারা সামাজিক বিভাজন তৈরি করে ধর্মীয় স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে, যা জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী।’

তারা বলেন, ‘বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ, যেখানে প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্মবিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে ধর্ম পালনের সাংবিধানিক অধিকার রয়েছে। এ অধিকার লঙ্ঘনের যেকোনো অপচেষ্টা ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকারের পরিপন্থী।’

এ জাতীয় আরো সংবাদ

কাজা রোজা আদায়ে দেরি করলে যে ক্ষতি

নূর নিউজ

মাত্র ১৩ বছর বয়সেই বিশ্বসেরা হাফেজ তাকরীম

নূর নিউজ

শবে মেরাজে ফেরেশতারা যেভাবে প্রিয়নবী সা.-কে অভিবাদন জানিয়েছিলেন

Sufian Farabee