আগামীকাল শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ যে মহাসমাবেশের ডাক দিয়েছে তাতে দল-মত নির্বিশেষে সবাইকে দাওয়াত করা হয়েছে। এর অংশ হিসেবে জৈনপুরের পীর ও তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশের আমির ড. মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসীও দাওয়াত পেয়েছেন। তিনি নিজে এই মহাসমাবেশে থাকার ঘোষণা দিয়েছেন এবং তার অনুসারীদের এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এক ভিডিও বার্তায় মাওলানা আব্বাসী জানান, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান তাঁকে ফোনে দাওয়াত করেছেন। তিনি দাওয়াত রেখেছেন এবং সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে যোগ দেবেন।
এ সময় তিনি নিজের সংগঠন তাহরিকে খতমে নবুওয়াতের নেতা-কর্মীদের এই মহাসমাবেশে অংশ নেওয়ার নির্দেশনা দেন।
এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আমাদের ফর্মুলা হলো ‘মাসলাক যার যার দীন ইসলাম সবার।’ এ হিসেবে দীনের যেকোনো কাজে আমরা সবাইকে সহযোগিতা করবো। আমরাও চাই আমাদের প্লাটফর্মেও এসে অন্যরা সহযোগিতা করুন।