হেফাজতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা না হওয়ার কারন জানালেন পুলিশের আইজিপি

পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেছেন, বিতর্ক এড়াতে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়নি। কারণ তারা অনস্পটে ছিলেন না।

বুধবার (৩১ মার্চ) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে হেফাজতের হরতালে হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কলঙ্কিত করতেই হেফাজতে ইসলামের এই নাশকতা। যারা হামলা ও নাশকতা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। হামলার নির্দেশদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

পুলিশের মহাপরিদর্শক বলেন, যারা হামলা করেছে, তাদেরকে মামলায় অন্তভুর্ক্ত করা হয়েছে। যদি নির্দেশদাতা থাকে তারাও আসবে। আমরা নির্দেশদাতা কাউকে বাদ দিচ্ছি না। যারা অনস্পট হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং তদন্তের সময়ে যারা নির্দেশ দিয়েছেন তারাও আসবেন।

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়নের জোয়ারে নিত্যপণ্য ক্রয়ে মানুষ দিশেহারা

নূর নিউজ

চলমান সংকট নিরসনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই : আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

নূর নিউজ

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাইতুল মোকাররমে পর্দা উঠলো ইসলামী বইমেলার

নূর নিউজ