১২ বছরের অধিক বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়ার প্রস্তুতি চলছে

সারাদেশে নয়, শুধু সিটি করপোরেশন এলাকায় ১২ বছরের অধিক বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে আলোচনা চলছে। যাদের বয়স ১২ বছরের বেশি তাদেরকে একটি টিকা দেয়ার সুযোগ রয়েছে। সেটাও যে কোনো জায়গায় দেয়া যাবে না। আরও কিছু কারিগরি সহায়তার বিষয় রয়েছে। হয়তো শুধুমাত্র, সিটি করপোরেশন এলাকার শিক্ষার্থীদের সেই টিকা দেয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, টিকা কখন ও কীভাবে দেয়া শুরু করতে পারবো, তা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথাবার্তা চলছে।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন

এ জাতীয় আরো সংবাদ

দুধের সঙ্গে যেসব ফল ভুলেও খাবেন না

নূর নিউজ

শীতে প্রতিদিন ১টি আমলকী খাবেন যে কারণে

নূর নিউজ

ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসায় বিজয়দিবস উপলক্ষে কুরআন খতম, দোয়া মাহফিল

নূর নিউজ