বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে দেশের উলামা, তলাবা ও সর্বস্তরের মুসলিম জনসাধারণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বেফাকের সদর দফতরে অনুষ্ঠিত মজলিসে আমেলার বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বেফাকের সভাপতি ও মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।
সভায় বেফাকের মজলিসে আমেলার সদস্যসহ দেশের বিভিন্ন প্রান্তের শীর্ষস্থানীয় আলেম-উলামা উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তারা বলেন, খতমে নবুওয়তের আকিদা রক্ষার আন্দোলন মুসলমানদের ঈমানি দায়িত্ব। নবুওয়তের চূড়ান্ততা ও রাসূলুল্লাহ ﷺ-এর সমগ্র মানবতার প্রতি রহমত হিসেবে প্রেরিত হওয়ার বিষয়টি দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে এ মহাসম্মেলন ঐক্যবদ্ধ কণ্ঠে বার্তা দেবে।
এছাড়া, বৈঠকে টঙ্গীর খতীব মুফতি মোহেব্বুল্লাহ সাহেবের অপহরণ ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। বেফাক নেতৃবৃন্দ বলেন, দেশজুড়ে ইসকনের সহিংসতা, গুম, নির্যাতন ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে যে গণদাবি উঠেছে—বেফাক তার সাথেও একাত্মতা ঘোষণা করছে।
বৈঠক শেষে বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী এক বিবৃতিতে বলেন, ‘১৫ নভেম্বরের আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন হবে ঈমান, ঐক্য ও সত্যের আহ্বানের মিলনমেলা। দেশের সর্বস্তরের মানুষকে এতে অংশগ্রহণের জন্য আমরা আহ্বান জানাচ্ছি।’
