১৭ বছর পর মুক্ত মাওলানা আবু তাহের

প্রায় ১৭ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা, বিশিষ্ট আলেম ও হাফেজ মাওলানা আবু তাহের। ২০০৮ সাল থেকে কারাগারে ছিলেন তিনি। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে হাইকোর্টের রায়ে তিনি খালাস পান।

বুধবার (৪ জুন) তিনি কারাগার থেকে বের হওয়ার সময় স্বজন ও শুভানুধ্যায়ীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসে একুশে আগস্ট মামলার সকল আসামিকে খালাস দেন উচ্চ আদালত। তবে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লেগে যায়, যার ফলে দীর্ঘ ছয় মাস পর মুক্তি পান মাওলানা তাহের।

মাওলানা আবু তাহের একসময় রাজধানীর মিরপুরে অবস্থিত আকবর কমপ্লেক্সে নায়েবে মুহতামিমের দায়িত্বে ছিলেন। পাশাপাশি মোহাম্মদপুরের একটি মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরিবারের দাবি, তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছিল।

মুক্তির পর খোলা জিপে করে তিনি এলাকাবাসীর সামনে আসেন এবং বক্তব্য দেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং বলেন, “আমার মতো নিরপরাধ কাউকে যেন আর এমন দীর্ঘ সময় কারাভোগ করতে না হয়, সে বিষয়ে রাষ্ট্রকে আন্তরিক হতে হবে।”

তিনি আরও বলেন, “আল্লাহর দীনের কথা বলার কারণেই আমাকে ফাঁসানো হয়েছিল। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দীন কায়েমের সংগ্রাম থেমে থাকবে না। ষড়যন্ত্র যতই হোক, সত্যের পথে কেউ আমাদের থামাতে পারবে না।”

এ জাতীয় আরো সংবাদ

চাঁদা না দেওয়ায় নৃশংস হত্যার প্রতিবাদে রাত ৯টায় ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল

আনসারুল হক

২০২৩ সালের নির্বাচনকে সামনে রেখে সম্পূর্ণ গণতান্ত্রিক অংশগ্রহণে কাজ করবো

নূর নিউজ

বেদে শিশুদের জন্য ধ্রুব ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রম চালু

আনসারুল হক