২০২৪’র নির্বাচনে হবে চূড়ান্ত লড়াই: ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম জনসভা করেছেন টেক্সাসে।

এতে তিনি বলেছেন, আগামী নির্বাচন হবে চূড়ান্ত লড়াই এবং তার বিরুদ্ধে যত অভিযোগ আছে তিনি তা কাটিয়ে উঠবেন। খবর দ্যা ইন্ডিপেনডেন্টের।

টেক্সাসের ওয়াকা সিটিতে শনিবার এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ১৫ হাজারের বেশি ট্রাম্প সমর্থক জড়ো হন।

নির্বাচনী জনসভায় বক্তৃতা করার সময় ট্রাম্প ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক সরকারের কঠোর সমালোচনা করেন এবং ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গায় যে সব ব্যক্তি সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের প্রশংসা করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ২০২৪ সালের নির্বাচন হচ্ছে চূড়ান্ত লড়াই, এসময় একটা বড় কিছু হতে যাচ্ছে। আপনারা আমাকে হোয়াইট হাউজ থেকে দূরে রেখেছেন কিন্তু এর অবসান ঘটানো হবে।

আমেরিকা এবং এর জনগণ আবারও স্বাধীন হবে বলে ওই নির্বাচনি সভায় মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

এ জাতীয় আরো সংবাদ

ভারতে পাস হওয়া ওয়াকফ আইনের কড়া সমালোচনায় মাওলানা মাহমুদ মাদানী

আনসারুল হক

রেকর্ড নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন নীতীশ কুমার

নূর নিউজ

হেঁটে হজে যাচ্ছেন এনভার, পাড়ি দিয়েছেন ১০ দেশ

নূর নিউজ