আসন্ন ২০২৬ সালের বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ঐতিহাসিক জোড় আগামী ১৬ ও ১৭ আগস্ট ২০২৫ তারিখে টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আলেম-ওলামাদের তত্ত্বাবধানে আয়োজিত এ জোড়ে দেশ-বিদেশ থেকে আগত তিন চিল্লার সাথী, সালের সাথী ও শত শত তাবলিগি মুসল্লিরা অংশগ্রহণ করবেন।
জোড়ের মূল উদ্দেশ্য হলো বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি গ্রহণ, দ্বীনি মেহনতের পরিকল্পনা ও দিকনির্দেশনা প্রদান। এতে কোরআন-সুন্নাহভিত্তিক আলোচনা ছাড়াও থাকছে ইমান-আমল ও দাওয়াতি কাজের ওপর গুরুত্বারোপ।
জোড়ে দেশবরেণ্য আলেম-ওলামা ও তাবলিগি মুরুব্বিরা গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। টঙ্গীর মাঠ ইতোমধ্যেই প্রস্তুত করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সহযোগিতা অব্যাহত রয়েছে।
বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও ইমানি জিন্দেগি গঠনের প্রত্যয়ে আয়োজিত এই জোড়ের মাধ্যমে আগত সাথীরা ইজতেমার মেহনতকে আরও গতিশীল করার সংকল্প করবেন।
আল্লাহ তাআলা এই জোড়কে কবুল করুন, অংশগ্রহণকারী সাথীদের দাওয়াতি মেহনতে কামিয়াবি দান করুন—এই দোয়া ও প্রত্যাশায় বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ।