২০ নভেম্বর সারাদেশে বিএনপির গণঅনশন

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  তিনি খালেদা জিয়াকে বিদেশ নিয়ে চিকিৎসা দেওয়ার দাবিতে দলীয় কর্মসূচিও ঘোষণা করেছেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, ২০ নভেম্বর সারাদেশে গণঅনশন পালন করবেন বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দলের সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।  বিদেশে নিয়ে গিয়ে তার জরুরি চিকিৎসার প্রয়োজন।  আমরা আবারও সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে তাকে বিদেশ নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হোক।

এ জাতীয় আরো সংবাদ

যুক্তরাষ্ট্রে সিটি নির্বাচনে লড়বেন বাংলাদেশি মেয়র-কাউন্সিলর প্রার্থীরা

আনসারুল হক

‘শিক্ষাব্যবস্থা ও কুর‌আন সুন্নাহ বিরোধী আইনের প্রশ্নে কোনো আপোষ চলবে না’

নূর নিউজ

এবার বিএনপি জোট ছাড়লো খেলাফত মজলিস!

নূর নিউজ