২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি!

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১৯৭ জন ও ঢাকার বাইরে ৫৭ জন রোগী ভর্তি হন। এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রয়েছেন ১ হাজার ৪৯ জন।

এর মাঝে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৩৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ২১৩ জন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মাঝে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং ২২ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৬ হাজার ৭০৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৫৯৭ জন।

এ জাতীয় আরো সংবাদ

চীনের সঙ্গে সম্পর্কের ‘নতুন অধ্যায়’ খুলতে চাই : ড. ইউনূস

নূর নিউজ

ওয়াজ মাহফিল বন্ধ করা হলো কেন? প্রশ্ন কাদের মির্জার

আলাউদ্দিন

দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে

নূর নিউজ