ফিকহি জগতের প্রখ্যাত আলেম, দারুল উলুম দেওবন্দের উস্তাযুল হাদিস ও মুফতি, নায়েবে আমিরুল হিন্দ মুফতি সাইয়েদ মুহাম্মাদ সালমান মানসুরপুরী দীর্ঘ তিন বছর পর ছয় দিনের সফরে বাংলাদেশে আসছেন।
আগামী ১০ সেপ্টেম্বর (বুধবার) বিকেল সাড়ে তিনটায় তিনি হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
সফরের শুরু হবে সিলেট থেকে। সেদিন সন্ধ্যায় তিনি জামিয়াতুশ শাইখ আসআদ মাদানীতে ইসলাহি মাহফিলে অংশ নেবেন। ১১ ও ১২ সেপ্টেম্বর তিনি সিলেটের বিভিন্ন ইসলামী মাহফিল ও মাদরাসা সফর করবেন।
১৩ সেপ্টেম্বর শনিবার সকালে তিনি ঢাকায় পৌঁছাবেন। দিনভর আফতাবনগর মুনাজ্জাম মাদানি মক্তব, মাদরাসাতু সালমানের ভিত্তিপ্রস্তর স্থাপন, জামিয়াতু ইব্রাহীম ও অন্যান্য প্রতিষ্ঠানে ব্যস্ত সময় কাটাবেন। রাতে তিনি সিদ্ধিরগঞ্জের বেলাল হাবশী মাদরাসা কমপ্লেক্স এবং মাদানী নগর মাদরাসায় অবস্থান করবেন।
১৪ সেপ্টেম্বর রবিবার সকাল থেকে ঢাকার বিভিন্ন মাদরাসায় উপস্থিত থাকবেন। এর মধ্যে রয়েছে মারকাজুল ইরশাদ আল ইসলামী, জামিয়া আরাবিয়া রবিউল উলুম, জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা, জামিয়া কারিমিয়া আরাবিয়া এবং জামিয়া ইকরা বাংলাদেশ।
১৫ সেপ্টেম্বর সোমবার রাজশাহী সফর করবেন। সেদিন তিনি জামিয়া উসমানিয়া হোসাইনাবাদ কাটাখালি, দারুল হিদায়া পোরশা বড় মাদরাসা, দক্ষিণ হোসেনপুর মদিনাতুল উলুম ও ইসলামিয়া দারুল উলুম শিবরামপুর সফর করবেন। রাতে মাদরাসাতুল আবরার আল ইসলামিয়ার উদ্যোগে মহাসম্মেলনে বক্তব্য দেবেন এবং পরে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
১৬ সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকার হুসাইনিয়া আসয়াদুল উলুম মাদরাসায় সকালের নাশতা শেষে তিনি দারুল উলুম দেওবন্দের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন।