​সাবেক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রামসফিল্ড মারা গেছেন

নূর নিউজ: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী রামসফিল্ড ৮৮ বছরে মারা গেছেন। তিনিই একমাত্র ব্যক্তি যিনি দুই দফায় প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৭৫-৭৭ সাল পর্যন্ত প্রথম দফায় এবং পরবর্তীতে ২০০১-০৬ পর্যন্ত দ্বিতীয় দফা পেন্টাগনের দায়িত্বে ছিলেন।খবর বিবিসির।

নিউ ম্যাক্সিকো অঙ্গরাজ্যে গত মঙ্গলবার নিজ বাসভবনে মারা যান বলে বুধবার এক বিবৃতিতে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।তার নেতৃত্বেই ইরাকে দীর্ঘ মেয়াদী যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র। ১৯৮৮ সালে তিনি রিপাবলিকান দলের হয়ে মার্কিন প্রেসডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু জয়ী হতে পারেননি। দীর্ঘ কর্মজীবনে রামসফিল্ড প্রতিরক্ষা মন্ত্রী ছাড়াও মার্কিন রাষ্ট্রদূত এবং পার্লামেন্ট সদস্যের দায়িত্বও পালন করেন।

এ জাতীয় আরো সংবাদ

৩৭৫ বছর আগে হারিয়ে যাওয়া অষ্টম মহাদেশের সন্ধান

নূর নিউজ

শবে মেরাজে মসজিদে কোরআন তিলাওয়াতের সময় ইমামের মৃত্যু

Sufian Farabee

হামলা উপেক্ষা করে রমজানের ২য় জুমায় মসজিদুল আকসায় মুসুল্লিদের ঢল

নূর নিউজ