পশ্চিমবঙ্গ জমিয়তের সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন রাজ্যের কেবিনেট মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।গতকাল শনিবার (২৮ আগস্ট) ভারতের কলকাতা মাদানী ভবনে জমিয়তে উলামার রাজ্য কমিটি পুনর্গঠন করা হয়। এতে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় জমিয়ত উলামার সভাপতি মাওলানা মাহমুদ মাদানী। এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কমিটিতে সহ-সভাপতি পদে যথাক্রমে আব্দুস সালাম রহিম, মাওলানা আব্দুল বারি, কারী ফজলুর রহমান, অধ্যাপক মনজুর আলম, মাওলানা আরশাদ আলী খান। জিল্লুর রাহমান আরিফকে কোষাধ্যক্ষ মনােনীত করা হয়।
এ সময় মাওলানা মাহমুদ মাদানি বলেন, জমিয়তের প্ল্যাটফর্ম থেকে দেশ ও জাতিকে অনেক কিছু দেওয়ার আছে। সেবা করার সুযােগ আছে। তাই সবাইকে জমিয়তের ছায়াতলে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ জমিয়ত উলামার প্রাথমিক সদস্য রয়েছেন প্রায় ১০ লক্ষ। শাখা সংগঠনের সংখ্যা ৪৫০ ও রাজ্যিক জেনারেল কাউন্সিলের সদস্য সংখ্যা ৭০১।
