নিউজার্সিতে নামাজের সময় ইমামকে ছুরিকাঘাত

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনের সিটিতে ‘মাসজিদ আল ওমারের’ ইমামকে রবিবার ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আহত করেছে। সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, ইমাম শেখ সৈয়দ আব্দুল আল নাকিব নামাজে সিজদাহ্ দেওয়ার সময় তৃতীয় কাতার থেকে এক যুবক এসে তাকে ছুরি দিয়ে দুইবার আঘাত করে।

ফজরের নামাজের সময় প্রায় দুইশো মুসল্লী নামাজ পড়ছিলেন। মুসল্লীদের একটি অংশ তখন দৌড়ে তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ইমাম আব্দুল আল নাকিবকে তাৎক্ষণিকভাবে সেন্ট জোসেফ মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল থেকে জানা যায়, তিনি বিপদমুক্ত আছেন।

এ জাতীয় আরো সংবাদ

নিউইয়র্কে ২০২০ সালে চিরবিদায়ী আলেমদের নিয়ে প্রকাশিত সাময়িকীর উপর আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আনসারুল হক

করোনা মোকাবিলা : ১০ নির্বাহী আদেশে সই করলেন বাইডেন

আনসারুল হক

যুক্তরাষ্ট্রে গভর্নর অপহরণের পরিকল্পনায় আটক ১৩

আনসারুল হক