নিউজার্সিতে নামাজের সময় ইমামকে ছুরিকাঘাত

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনের সিটিতে ‘মাসজিদ আল ওমারের’ ইমামকে রবিবার ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আহত করেছে। সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, ইমাম শেখ সৈয়দ আব্দুল আল নাকিব নামাজে সিজদাহ্ দেওয়ার সময় তৃতীয় কাতার থেকে এক যুবক এসে তাকে ছুরি দিয়ে দুইবার আঘাত করে।

ফজরের নামাজের সময় প্রায় দুইশো মুসল্লী নামাজ পড়ছিলেন। মুসল্লীদের একটি অংশ তখন দৌড়ে তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ইমাম আব্দুল আল নাকিবকে তাৎক্ষণিকভাবে সেন্ট জোসেফ মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল থেকে জানা যায়, তিনি বিপদমুক্ত আছেন।

এ জাতীয় আরো সংবাদ

কানাডায় তারাবির সময় মুসল্লিদের ওপর গু*লিবর্ষণ, আহত ৫

নূর নিউজ

নিউইয়র্ক পুলিশের শীর্ষ পদে বাংলাদেশি বংশোদ্ভূত আব্দুল্লাহ, স্থানীয়দের মাঝে আনন্দঘন পরিবেশ

নূর নিউজ

তালেবানের জয়ে বাইডেনের পদত্যাগ দাবি ট্রাম্পের

নূর নিউজ