চরফ্যাশনে জুলাই অভ্যুত্থানে শহীদের কবর জিয়ারত করল ইসলামী ছাত্র আন্দোলন

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি

‘দ্রোহের জুলাই, মুক্তির জুলাই’ চেতনায় জুলাই অভ্যুত্থান বার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চরফ্যাশনে শহীদ রাকিবুল হাসান (রহ.)-এর কবর জিয়ারত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (১ আগস্ট ২০২৫) চরফ্যাশন উপজেলা ও মাদ্রাজ ইউনিয়ন শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরফ্যাশন উপজেলা শাখার নেতৃবৃন্দ, মাদ্রাজ ইউনিয়ন শাখার দায়িত্বশীল ও কর্মীরা।

কবর জিয়ারতের সময় শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। নেতৃবৃন্দ বলেন,
“শহীদ রাকিবুল হাসান (রহ.) আমাদের জন্য আদর্শ। তাঁর আত্মত্যাগ আমাদের চলার পথে অনুপ্রেরণা হয়ে থাকবে।”

উল্লেখ্য, প্রতি বছর জুলাই মাসকে ‘দ্রোহ ও মুক্তির মাস’ হিসেবে পালন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এই মাসে সংগঠনের ইতিহাসে নানা আন্দোলন-সংগ্রামের স্মরণে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

স্বার্থবিরোধী কোন চুক্তি দেশপ্রেমিক জনতা মেনে নিবে না : জমিয়ত সভাপতি

আনসারুল হক

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে খুলনায় ইসলামী আন্দোলনের স্মারকলিপি

আনসারুল হক

আধ্যাত্মিক জ্ঞানচর্চার অনন্য দৃষ্টান্ত: খানকায়ে আহমদিয়ার ২৫ ও ২৬ নং আধ্যাত্মিক কোর্স

আনসারুল হক