আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশে পূর্ণকালীন ‘নায়েবে নাজিমে ইমতিহান’ (সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক) পদে একজন যোগ্য আলেম নিয়োগ দেওয়া হবে।
সংস্থাটির অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীকে দাওরায়ে হাদীসে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং স্বনামধন্য মাদরাসায় অন্তত ১০ বছর দাওরায়ে হাদীস স্তরে পাঠদানের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ন্যূনতম ৪০ বছর হতে হবে। আরবি, বাংলা ও উর্দু ভাষায় দক্ষতার পাশাপাশি কম্পিউটার ও ইন্টারনেট চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
এ পদে বেতন নির্ধারণ করা হয়েছে ৪৩,২০০ টাকা। প্রাথমিকভাবে ১ বছরের জন্য অস্থায়ী নিয়োগ দেওয়া হবে। কাজের মান ও আচরণ সন্তোষজনক হলে স্থায়ী করা হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৭ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে চেয়ারম্যান বরাবর দরখাস্ত, জীবনবৃত্তান্ত, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আবেদন সরাসরি বা কুরিয়ারের মাধ্যমে পাঠানো যাবে—
অফিস ব্যবস্থাপক, আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ, ৮০/ই হাসিব টাওয়ার, বিবির বাগিচা ১ নং গেট, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বিশেষ প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ: ০১৩০৫-৬৫৬৭০৩।