কাতারে আরো তিন শ মসজিদ খুলছে

ইসলাম ডেস্ক:

আজ (২৮ জুলাই) খুলছে কাতারে আরো তিন শ মসজিদ। করোনাভাইরাস সংক্রান্ত বিধি-নিষেধ স্বাভাবিকীকরণের তৃতীয় পর্যায়ে মসজিদগুলো খুলে দেওয়া হচ্ছে। ফলে মুসল্লিরা মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায়ের সুযোগ পাবে। কাতারের ওয়াক্ফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় মসজিদ খোলার এই ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় মসজিদের তালিকা প্রকাশের পাশাপাশি নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। বিশেষত অসুস্থ ও বৃদ্ধদের ঘরে নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘সতর্কতা অপরিহার্য এবং সতর্কার প্রতি অঙ্গীকার আমাদের মহামারির বিরুদ্ধে যুদ্ধ করতে সহায়তা করবে। হাতে গ্লাভস থাকলেও হাত মেলানো থেকে বিরত থাকুন।’ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মুসল্লিদের নাক-মুখ ঢেকে রাখতে হবে, ফেস মাস্ক পরিধান করতে হবে এবং অজুখানা ব্যবহার করা যাবে না। এর আগে প্রথম ধাপে ১৫ জুন পাঁচ শ মসজিদ খুলে দেওয়া হয় এবং ১ জুলাই ২৯৯টি মসজিদ খুলে দেওয়া হয়। সূত্র : গালফ টাইমস

এ জাতীয় আরো সংবাদ

ওমরা পালনে সপরিবারে মক্কায় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক

নূর নিউজ

ফিলিস্তিনকে মর্যাদার আসনে বসালো কাতার

নূর নিউজ

সকাল-সন্ধ্যায় আসমানি সুরক্ষা লাভের দোয়া ও আমল

নূর নিউজ