জেরুজালেমও আমাদের শহর: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, জেরুজালেমও আমাদের শহর।তুরস্কের আইনপ্রণেতার উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রথম বিশ্বযুদ্ধের সময় আমরা চোখের জলে এই শহর ছেড়েছি, সেখানে এখনও অটোমান প্রতিরোধের চিহ্ন পাওয়া যেতে পারে। তাই জেরুজালেম আমাদের শহর, আমাদের থেকে একটি শহর। জেরুজালেমে আমাদের প্রথম কিবলা আল-আকসা এবং ডোম অব দ্য রক আমাদের বিশ্বাসের প্রতীকী মসজিদ।

এরদোগান বলেন, বিশ্বের সব মঞ্চে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের অধিকার প্রকাশের জন্য আমাদের দেশ ও জাতির পক্ষে এটি একটি সম্মানের বিষয় হিসেবে বিবেচনা করি আমরা, যাদের সঙ্গে আমরা বহু শতাব্দী ধরে বাস করছি। এজন্য ফিলিস্তিনিদের অধিকার ও জেরুজালেমের জন্য শেষপর্যন্ত সমর্থন অব্যাহত রাখবো।

সূত্র: টাইমস অব ইসরায়েল।

এ জাতীয় আরো সংবাদ

ইসরাইলের দখলদারিত্ব ও হামাসের উদয়

নূর নিউজ

বিশ্বখ্যাত ভারোত্তলক রেবেকার ইসলাম গ্রহণ

আনসারুল হক

ইসরাইলের হামলায় ৭ হাজার শহিদের তালিকা প্রকাশ করলো হামাস

নূর নিউজ