সংসদ এলাকায় মিছিল-সমাবেশে সাময়িক নিষেধাজ্ঞা

১১তম জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে ৮ই নভেম্বর । সংসদ অধিবেশন নির্বিঘ্নতা নিশ্চিত করতে জাতীয় সংসদ ভবন ও সংলগ্ন এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ই নভেম্বর রাত ১২ টা থেকে বিশেষ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংসদ ভবন এলাকায় সব ধরনের অস্ত্র-শস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকর ও দূষণ সৃষ্টি করতে পারে এমন দ্রব্য বহন এবং যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

গুজব ছড়িয়ে গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে: শ্রম উপদেষ্টা

নূর নিউজ

তরুণদেরকে দেশ ও বিশ্বমানবতার সেবায় ব্রতী হওয়ার আহবান পররাষ্ট্রমন্ত্রীর

নূর নিউজ

সাগরে নিম্নচাপ, আরও ঘনীভূত হওয়ার আভাস

নূর নিউজ