করোনা টিকার দ্বিতীয় ডোজও নিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টিকা নিতে জনগণকে উৎসাহিত করতে সরাসরি টিভি ক্যামেরার সামনে প্রথম ডোজ টিকা নেওয়ার তিন সপ্তাহ পর তিনি এ ভ্যাকসিন নিলেন। খবর : এএফপি

এর আগে গত ২১ ডিসেম্বর ফাইজারের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ৭৮ বছর বয়সী জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্টকে টিকা দেওয়ার জন্য চিকিৎসককে ধন্যবাদ দিতে দেখা যায়।

পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে মার্কিন জনগণের হাতে টিকা তুলে দেওয়া। আর এটা যেন আমরা দ্রুততার সঙ্গে করতে পারি।’

গত ২১ ডিসেম্বর নিজ অঙ্গরাজ্য ডেলাওয়ারের নিউওয়ার্কে ক্রিস্টিনা হাসপাতালে তার প্রথম ডোজ টিকা নেওয়ার সময় বাইডেন মার্কিন নাগরিকদের বলেছিলেন, এ ব্যাপারে ভয় পাওয়ার কিছু নেই।

করোনার বৈশ্বিক তালিকায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ২ লাখ সাড়ে ১৪ হাজার শনাক্ত এবং প্রায় সাড়ে ১৯শ’ মানুষের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

জাপানের জলসীমায় চীনা জাহাজের অনুপ্রবেশ

নূর নিউজ

কাতার চ্যারিটিতে চাকরির সুযোগ!

নূর নিউজ

আল আকসায় মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ১৮৪

আনসারুল হক