মসজিদুল হারাম প্রাঙ্গণে বৃক্ষরোপন পরিকল্পনা

মক্কার পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে বৃক্ষরোপনের পরিকল্পনা গ্রহণ করেছে সৌদির পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদ। পবিত্র কাবা প্রাঙ্গণে নামাজ আদায়কারী ও হজ পালনকারীদের জীবনমান উন্নয়ন ও সৌদি আরব সরকারের ভিশন-২০৩০ লক্ষ্য বাস্তবায়নে বৃক্ষরোপনের এ প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। খবর সৌদি গেজেট-এর।

প্রকল্পের পরিকল্পনা উন্মোচন করেছেন পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান ড. শায়খ আবদুর রহমান আস সুদাইস। এ সময় জলবায়ু ও পরিবেশ পরিবর্তনরোধে টেকশই উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেন শায়খ সুদাইস।

শায়খ সুদাইস বলেন, ‘প্রস্তাবিত পরিকল্পনাটি বিজ্ঞান, প্রযুক্তি ও পরিচালনাগত দিক থেকে গবেষণা করা হবে, যাতে করে কাবা প্রাঙ্গণে আসা মুসল্লিদের চলাফেরায় বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতে হবে।’

টেকশই উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে দূষণ ও তাপমাত্রা হ্রাস করে পরিবেশের উন্নয়ন করা হবে। এরই ধারাবাহিকতায় কাবার আশপাশের শূণ্য আঙিনায় বৃক্ষরোপন করে পরিবেশবান্ধব করা হবে।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশের জনগণের সাহসের প্রশংসা করে যা বললেন মার্কিন সিনেটর

নূর নিউজ

বন্ধ ইরানের আকাশ পথ, হাজীদের ভিসা ছাড়া থাকতে দেবে আফগানিস্তান

আনসারুল হক

বিশ্বখ্যাত ভারোত্তলক রেবেকার ইসলাম গ্রহণ

আনসারুল হক