বিএনপির নতুন কর্মসূচি

দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দির তৃতীয় বার্ষিকী উপলক্ষে সোমবার (৮ ফেব্রুয়ারি) এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

এ সময় রিজভী দাবি করেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দির তিন বছর পূর্ণ হবে ৮ ফেব্রুয়ারি। দেশনেত্রীকে কারাবন্দি রাখার প্রতিবাদে ওই দিন ঢাকা মহানগরসহ দেশের সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি।

রিজভী অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির সমাবেশ শক্ত হাতে দমনের হুমকি দিয়েছেন। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া আওয়ামী লীগ নেতা ঘরে বসে হুংকার দিচ্ছেন। এই হুংকার দিয়ে লাভ নেই। কেননা, ক্ষমতাসীনদের ‘জারিজুরি’ সব ফাঁস হচ্ছে।’

এ জাতীয় আরো সংবাদ

সংলাপকে ‘ফাঁদ’ মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নূর নিউজ

গানিস্তানের নতুন সরকারকে স্বাগত জানিয়ে যা বলল চীন

নূর নিউজ

নজিরবিহীন লুটপাট ও অলীক কল্পনার গণবিরোধী বাজেট : বিএনপি

নূর নিউজ