রিজভীর নেতৃত্বে ফের বিএনপির মশাল মিছিল

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে ফের মশাল মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টন এলাকায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই মিছিল বের করা হয়।

মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান বিপ্লব, ঢাবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, ছাত্রদল নেতা রহিম, রাজু, আবিদ কামাল রুবেল প্রমুখ।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর পুরানা পল্টন বিজয়নগর এলাকায় মশাল মিছিল বের করলে পুলিশ হামলা করে বেশ কয়েকজনকে আটক করে। ওইদিন রাতে বিএনপির ২৯ নেতাসহ অন্তত ১০০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করে পুলিশ।

এ জাতীয় আরো সংবাদ

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনের বক্তৃতার পূর্ণ বিবরণ

নূর নিউজ

পঞ্চগড়ে গ্রেফতারকৃত দশজন মুসলমানকে অবিলম্বে মুক্তি দিন

নূর নিউজ

নির্বাচনে না এসে বিএনপি বড় ভুল করেছে: পররাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ