মসজিদে আজান বন্ধ করে দিল ইসরাইল!

ফিলিস্তিনের পশ্চিম তীরের ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদের আজান বন্ধ করে দিয়েছে দখলদার ইহুদিবাদী ইসরাইলি সরকার। ইহুদি ধর্মানুসারীদের পুরিম উৎসব উদযাপন করতে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

জানা গেছে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) থেকে ঐতিহ্যবাহী পুরিম উৎসব উদযাপন শুরু করছে ইসরায়েলি ইহুদিরা। সেদিন সন্ধ্যা থেকেই হেব্রন শহরের ইব্রাহিমি মসজিদে আজান দেয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে মসজিদটির পরিচালক শেখ হেফজি আবু স্নেইনা মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিডল ইস্ট মনিটরকে বলেছেন, শনিবার রাত পর্যন্ত আজান দেয়ায় এই নিষেধাজ্ঞা চলমান থাকবে। ইসরাইলিদের এই আচরণ ধর্ম-পালন সংক্রান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় দখলদার ইসরাইলের এই আচরণের কঠোর সমালোচনা করেছে। তাদের দাবি, এর মাধ্যমে ধর্মযুদ্ধ শুরুর উসকানি দিচ্ছে ইসরাইল। প্রাচীন শহর হেব্রনকে ইহুদিপূর্ণ করা এবং সেখান থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বহিষ্কারের চেষ্টা করা হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

তুরস্কের চন্দ্র মিশনের রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা

আনসারুল হক

আমিরাতে প্রথম তারাবির নামাজে মুসল্লিদের ঢল

আনসারুল হক

ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের নিশ্চিয়তা ছাড়াই সুইডেনের ন্যাটো সদস্যপদ নিয়ে আপত্তি তুলে নিলো এরদোয়ান

নূর নিউজ