দেশে প্রথমবার পরীক্ষামূলকভাবে চলল মেট্রোরেল

নূর নিউজ: দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিদ্যুৎচালিত মেট্রোরেল চালিয়ে দেখা হলো। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেট্রোরেলের দিয়াবাড়ি ডিপো এলাকায় রেল লাইনের ওপর পরীক্ষামূলকভাবে চালানো হয়। ছয়টি বগি একত্র করে রেল লাইনে চলানো হয়। পরে নির্ধারিত স্থানে ট্রেনের দরজা খোলার পর মেট্রোরেলের কর্মকর্তারা তাতে প্রবেশ করেন।

এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বাংলাদের প্রথম উড়াল মেট্রোরেল লাইন নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। মেট্রোরেল নির্মাণ কাজের সার্বিক গড় অগ্রগতি ৬৪ শতাংশের মতো।

সেতুমন্ত্রী জানান, আগস্টের মধ্যে ডিপো এলাকার ভায়াডাক্টের ওপর পারফরম্যান্স টেস্ট শুরু করা হবে। এই টেস্ট শেষ হওয়ার পর ইন্ট্রিগ্রেটেড টেস্ট শুরু করা হবে। ইন্ট্রিগ্রেটেড টেস্ট সম্পন্ন হওয়ার পর ট্রেনের ট্রায়াল রান শুরু করা হবে।

এ জাতীয় আরো সংবাদ

সংবাদ সম্মেলন করে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন স্বামী-স্ত্রী

নূর নিউজ

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন

আনসারুল হক

পৃথিবীতে কোনো জালিম চিরস্থায়ী হয়নি: আল্লামা বাবুনগরী

আনসারুল হক