জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মনজুরুল হক

নূর নিউজ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের এই অধ্যাপক বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়- শেখ মো. মনজুরুল হককে আগামী চার বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমান উপ-উপাচার্য হিসেবে রয়েছেন অধ্যাপক আমির হোসেন। তার মেয়াদ শেষ হলে আগামী ৯ জুলাই থেকে অধ্যাপক শেখ মো. মনজুরুল হকের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ কার্যকর হবে।

এ জাতীয় আরো সংবাদ

সাগরের তীরে বসে সূর্যাস্ত দেখতে দেখতে ইফতার

নূর নিউজ

পবিত্র রমজানে ব্যবহৃত ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ

নূর নিউজ

এক নজরে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়ার বর্ণাঢ্য জীবন

নূর নিউজ