ইভ্যালির চেয়ারম্যান ও এমডির বিদেশ গমনে নিষেধাজ্ঞা

নূর নিউজ: অনলাইনে পণ্য কেনাবেচার প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আজ শনিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আদালত পরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পরিদর্শক বলেন, গত বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

দুদক আবেদনে বলেছে, ইভ্যালির বিরুদ্ধে আসা অভিযোগের অনুসন্ধানকালে তারা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরীন ও ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল গোপনে দেশত্যাগের চেষ্টা চালাচ্ছেন।

দুদক মনে করছে, অনুসন্ধান কার্যক্রম চলমান থাকা অবস্থায় অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে। এ কারণে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আবশ্যক।

এ জাতীয় আরো সংবাদ

নাস্তিক আসাদ নুরের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি দিবে ‘বাংলাদেশ আইম্মা পরিষদ’

নূর নিউজ

স্বৈরাচারের পতন হলেও প্রেতাত্মারা এখনও আছে : বদিউল আলম

নূর নিউজ

সরকার জনগণের জন্য সবচেয়ে বেশি লাভজনক তিস্তা প্রস্তাব গ্রহণ করবে : প্রধানমন্ত্রী

নূর নিউজ