পুলিশের শরীরে ‘বডি ওর্ন ক্যামেরা’

নূর নিউজ: কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার লক্ষ্যে প্রথমবারের মতো চট্টগ্রামে পুলিশের শরীরে ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু করা হয়েছে। এর আগে ঢাকায় ট্রাফিক পুলিশ এই কার্যক্রম শুরু করলেও থানা পর্যায়ে দেশে প্রথমবারের মতো এই কার্যক্রম শুরু করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শনিবার পরীক্ষামূলকভাবে ডবলমুরিং থানায় এই কার্যক্রম শুরু হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (পশ্চিম) উপকমিশনার মো. আব্দুল ওয়ারীশ এর উদ্বোধন করেন।

তিনি জানান, পাইলট প্রকল্পের আওতায় আপাতত সিএমপির চার বিভাগের চার থানায় এই কার্যক্রম শুরু হচ্ছে। চার থানা হচ্ছে ডবলমুরিং, কোতোয়ালি, পাঁচলাইশ ও পতেঙ্গা। থানাগুলোর প্রতিটিতে সাতটি করে ক্যামেরা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ১৬ থানায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘এসব ক্যামেরা ভ্রাম্যমাণ সিসিটিভির কাজ করবে। আমাদের চোখ এড়িয়ে গেলেও এই ক্যামেরা সবকিছু রেকর্ড করে রাখবে।’

পুলিশ জানায়, এই ক্যামেরায় অডিও, ভিডিও এবং ছবি ক্যাপচার করা যায়। জিপিএস প্রযুক্তির মাধ্যমে যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে।

এ জাতীয় আরো সংবাদ

গু ম কমিশনকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

নূর নিউজ

সিইসি ও চার কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

নূর নিউজ

এখনও সময় আছে অবিলম্বে পদত্যাগ করুন: সরকারকে মির্জা ফখরুল

নূর নিউজ