ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২১০ জন হাসপাতালে

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২১০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুমের তথ্যমতে, ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৮১ জন নতুন রোগী ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন রোগী।

নতুন করে ২১০ জনসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৯৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ৮৬৩ জন ও অন্যান্য বিভাগের হাসপাতালে ৬৮ জন ভর্তি আছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪ হাজার ৭৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮০৮ জন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১৪টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। তবে ১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা এখনও নিশ্চিত হতে পারেনি আইইডিসিআর।

এ জাতীয় আরো সংবাদ

শীতে যেসব মশলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

নূর নিউজ

জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কী হয় তা আমরা ৫ আগস্ট দেখেছি

Sufian Farabee

একদিনে রেকর্ড ৮২০ ডেঙ্গু রোগী হাসপাতালে

নূর নিউজ