তুর্কি চিফ অব ল্যান্ড ফোর্সেস ও চিফ অব জেনারেল স্টাফের সাথে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ সাক্ষাৎ

আইএসপিআর:  তুরস্ক সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি গত দু‘দিন (২৩ ও ২৪ আগস্ট ২০২১) তুর্কি চিফ অব ল্যান্ড ফোর্সেস জেনারেল মুসা আভ সেভের (Musa Avsever) এবং চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ইয়াসের গুলের (Yaşar Güler) এর সাথে সাক্ষাৎ করেন।

উভয়ের সাথে সাক্ষাতে তুরস্ক এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান । আলোচনায় উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ, প্রশিক্ষণ বিনিময়, ইত্যাদি বিষয়সমূহ প্রাধান্য পায়।

তুর্কি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিবর্গের সাথে সাক্ষাতের পাশাপাশি তুর্কি আনম্যানড্ এরিয়াল সিস্টেম (ইউএএস) এর অপারেশন কন্ট্রোল রুম, আর্মি এভিয়েশন সদর দপ্তর এবং তুর্কি এয়ারস্পেস ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এছাড়াও তিনি আঙ্কারায় অবস্থিত মোস্তফা কামাল আতাতুর্ক এর সমাধিস্থল এবং জাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে তাঁর (কামাল আতাতুর্ক) স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

এ জাতীয় আরো সংবাদ

কুরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা

নূর নিউজ

এইমাত্র পাওয়া সংবাদ: অর্ধেক নয় সড়কে চলবে সকল গণপরিবহন

নূর নিউজ

স্বামী-সন্তানসহ অন্তঃসত্ত্বাকে চাপা দেওয়া সেই ট্রাকচালক গ্রেফতার

নূর নিউজ