পছন্দের মানুষকে বিয়ে করার জন্য দোয়া করা কি বৈধ?

পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে সবাই পেতে চান। কেউ পান। কেউ পান না। কিন্তু পছন্দের মানুষকে নিয়ে সংসার করতে চান সবাই।

আপনি যাকে মনে প্রাণে ভালবাসেন। নিজের অর্ধাঙ্গিনী হিসেবে দেখতে চান। অর্ধাঙ্গিনী হিসেবে পেতে তার জন্য কি দোয়া করা যাবে? সম্প্রতি এমনই একটি রোমান্টিক প্রশ্ন এসেছে বিশ্বখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগে।

প্রশ্নকারী তার প্রশ্নে বলেন, ‘আমি গাইরে মাহরাম নারীদের থেকে পরহেজ করে চলি। আমাদের গ্রামে একজন পর্দানশীন ও শরীয়তের পাবন্দ পাত্রী আছেন। যা বর্তমান জামানায় দুষ্প্রাপ্য। আমার অজান্তেই সেই নারীর সঙ্গে মুহাব্বাত তৈরি হয়ে গিয়েছে। আমি তাকে বিয়ে করতে চাই। সুতরাং এখন কি তার সঙ্গে বিয়ের জন্য দোয়া করতে পারবো?’

জবাবে দেওবন্দ থেকে বলা হয়, ‘দোয়া করার মাঝে কোনো ক্ষতি নেই। তবে কোনো প্রকারের সম্পর্ক রাখা জায়েজ নেই। আর আত্মীয়কার সম্পর্কের ক্ষেত্রে নিজে নিজে ফায়সালা না নেওয়া উচিত। বরং নিজের পিতা-মাতার সঙ্গে পরামর্শ করে আত্মীয়তার সম্পর্ক কায়েম করা উচিত। এর মাঝেই খায়ের ও বরকত বিদ্য়মান।

দেওবন্দের ফতোয়ার লিঙ্ক: https://darulifta-deoband.com/home/ur/nikah-marriage/605952

এ জাতীয় আরো সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবীতে স্মারকলিপি পেশ

আনসারুল হক

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে আগামী প্রজন্মকে ধ্বংসের চক্রান্ত চলছে

নূর নিউজ

প্রিয় নবীর ভালোবাসায় ৪০ বছর মদিনায় আগতদের আপ্যায়ন করা শায়েখ ইসমাইল আল-জায়ীম আবুস সিবা’ আর নেই

নূর নিউজ