করোনার ভুয়া সার্টিফিকেট তৈরির অপরাধে সৌদিতে ৪ বাংলাদেশী গ্রেফতার

করোনাভাইরাসের ভুয়া পিসিআর সার্টিফিকেট তৈরি এবং বিক্রি করার ঘটনায় সৌদি আরবে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের কর্তৃপক্ষ। খবর সৌদি গেজেটের।

রিয়াদ পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল-ক্রেইদিস বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কর্তৃপক্ষ অপরাধীদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা রিয়াদের একটি এলাকার একটি আবাসিক ইউনিটে এই অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত ছিল।

বিক্রির জন্য প্রস্তুত জাল পিসিআর সার্টিফিকেট এবং জালিয়াতি প্রক্রিয়ায় ব্যবহৃত সরঞ্জামগুলো ওই ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাদেরকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে বলেও জানান মেজর খালেদ।

এ জাতীয় আরো সংবাদ

সারাদেশের থানায় থানায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নূর নিউজ

সারা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য বিশ্বব্যাপী সাহসী, দৃঢ় এবং সমন্বিত পদক্ষেপ নিতে হবে

নূর নিউজ

প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

আনসারুল হক